images

সারাদেশ

চকরিয়ায় ঘরে ঢুকে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, ভাই আহত

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৫, ১০:০২ এএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে এক যুবককে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় নিহত তরুণের বড় ভাই তাজুম উদ্দিন ওরফে বাদশাও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আব্দুর রসিদ (১৮)। তিনি ওই এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে স্থানীয় আরেক তরুণ মোহাম্মদ সায়েম ওরফে জুনাইদ (২২) হাতে ছুরি নিয়ে আব্দুর রশিদের ঘরের দরজায় টোকা দেন। এ সময় আব্দুর রসিদ ঘুমন্ত অবস্থায় ছিলেন। রশিদের ভাই তাজুম দরজা খুলতেই তাঁকে ছুরিকাঘাত করেন। এসময় তার চিৎকারে আব্দুর রসিদ ঘুম থেকে জেগে উঠলে তাঁকে পরপর কয়েকটি ছুরিকাঘাত করা হয়। এতে আব্দুর রসিদ ঘটনাস্থলেই নিহত হন আর তাজুমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা আরও জানান, গত সোমবার রাতে মদ খাওয়া নিয়ে সায়েমের সঙ্গে আব্দুর রশিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সায়েমের সঙ্গে থাকা ৫-৬ জন যুবককে মেরে আব্দুর রসিদ পালিয়ে যান। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সায়েম ঘরে ঢুকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটিয়েছে। দুই মাস আগে বদরখালীর খালকাঁচা পাড়ায় সায়েমের নেতৃত্বে এনজিও কর্মীকে ছুরি মেরে টাকা লুটের ঘটনাও ঘটেছিল বলে জানা গেছে।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আব্দুর রশিদের লাশ উদ্ধার করা হয়েছে। তার বড় ভাই তাজুম উদ্দিন চিকিৎসাধীন। মূল হত্যাকারীসহ অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/ এজে