জেলা প্রতিনিধি
০৪ জুন ২০২৫, ০৮:১০ এএম
ফরিদপুরের ভাঙ্গায় একটি মাহিন্দ্রা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
বুধবার (৪ জুন) ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাস স্ট্যান্ড এলাকায় সকাল সোয়া ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনা স্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের ২টি ইউনিট উদ্ধারে কাজ করছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
প্রতিনিধি/এজে