images

সারাদেশ

বরিশাল বিভাগে বসেছে ৩২৮টি কোরবানির পশুর হাট

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৫, ০৬:৫১ পিএম

কোরবানির ঈদে পশুর চাহিদা মেটাতে বরিশাল বিভাগে ৩২৮টি পশুর হাট বসেছে। এর মধ্যে বরিশাল জেলায় বসছে ৯৩টি হাট। এসব হাটে এখনও তেমন বিক্রি শুরু হয়নি। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত ও পরিবহণকালে চাঁদাবাজি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন

৯০০ কেজির কালা মানিককে ঘিরে আগ্রহ সবার

হাটগুলোতে মানসম্মত পশু বিক্রি নিশ্চিত করতে বিভাগের ছয় জেলায় ১৩৬টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ শুরু করেছে। এর মধ্যে বরিশাল জেলায় ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। এছাড়া সিটি এলাকার স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে চারটি হাটে কাজ করছে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ।

Eid

তথ্য অনুযায়ী, এবার মহানগরীসহ বরিশাল জেলায় কোরবানি উপলক্ষ্যে ৭৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এছাড়া জেলায় আরও ১৪টি স্থায়ী হাট মিলবে। ফলে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৯৩টি হাট মিলবে বরিশাল নগরীসহ জেলায়। এর মধ্যে বরিশাল নগরীর রূপাতলী, কালিজিরা বাজার ও কাগাশুরায় তিনটি অস্থায়ী ও বাঘিয়া এলাকায় একটি স্থায়ী হাট বসবে। পুরো বরিশাল বিভাগের ছয় জেলায় পশুর হাট বসছে ৩২৮টি।

WhatsApp_Image_2025-06-03_at_6.10.24_PM_(2)

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, হাটে মানসম্মত পশু নিশ্চিত করতে দু’টি হাটের জন্য একটি করে টিম ইতোমধ্যে কাজ শুরু দিয়েছে। এ বছর বরিশাল বিভাগে পশুর চাহিদা রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৬১১টি। এ চাহিদা স্থানীয়ভাবে পূরণ হয়ে পশু উদ্বৃত্ত ও থাকবে।

WhatsApp_Image_2025-06-03_at_6.10.25_PM

বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুচিকান্ত হাজং জানিয়েছেন, হাটগুলো পশু, ক্রেতা এবং বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা এবং মেট্রোপলিটন পুলিশ। প্রতিটি হাটেই পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে।

প্রতিনিধি/এসএস