জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ০৩:২১ পিএম
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় সিটি করপোরেশনের নালা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে এ অভিযান চালানো হয়।
নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে খাল ও নালা উদ্ধারে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
আরও পড়ুন: চাঁদপুরে বসতঘর থেকে বিজিএফের চাল উদ্ধার, ইউপি সদস্য গ্রেফতার
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় দীর্ঘ দিন ধরে একটি নালা মাটি ভরাট করে অবৈধভাবে দখলে নিয়ে বিভিন্ন স্থাপনা ও রাস্তা নির্মাণ করে ভূমিদস্যুরা। এর ফলে স্থানীয় ৫০, ৫১, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের হাজার হাজার এলাকাবাসী জলাবদ্ধতার শিকার হন। এতে ব্যবসায়ী ও স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন। তাদের দুর্ভোগ লাঘব ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ব্যবহারকারীদের যাত্রা নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেকু দিয়ে পাইপ ও অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে নালাটি পুনরুদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিশ্বমঞ্চে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের সাফল্য
এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোনের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্ত করতে মোগর খালসহ দখলকৃত বিভিন্ন ড্রেন ও নালা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাবাসীর রাস্তার প্রয়োজন হলে আবেদনের প্রেক্ষিতে বিকল্প রাস্তা নির্মাণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ