images

সারাদেশ

আ.লীগ নেতার মদের কারবার বন্ধের দাবিতে পাবনা ডিসি অফিস ঘেরাও

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৫, ০৩:১২ পিএম

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকীর মদের কারবার বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ছাত্রদল কর্মী রনি মণ্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

সোমবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা টেকনিক্যাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-পাবনা মহাসড়ক ঘুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান গ্রহণ করে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের কাছের মানুষ গেন্দু গ্রেফতার 

এ সময় নেতা-কর্মীরা ‌‘প্রলয় চাকীর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘শহরের মধ্যে মদের দোকান, আর না - আর না’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় সরাসরি অংশ নিয়েছেন এবং ছাত্র হত্যা মামলার আসামি। পাবনা জেলা আওয়ামী লীগের প্রধান অর্থনৈতিক যোগানদাতা ছিলেন এই প্রলয় চাকী। ৫ আগস্টের পরেও এই প্রলয় চাকীর মদের কারবার চলছে। পাবনার শহরের এই মদের দোকানের কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। এ দোকানের আশপাশে ৩-৪টা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিন-রাত সেখানে মাদকসেবীরা আড্ডা দেন। অনতিবিলম্বে তার মদের কারবার বন্ধ করে, তাকে গ্রেফতার করতে হবে।’

আরও পড়ুন: ভারত থেকে দেশে ফেরার সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খানের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন - সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ, মিরাজ আহমেদ, রতন মেম্বার প্রমুখ।

প্রতিনিধি/ এমইউ