images

সারাদেশ

প্রতিবেশীর সঙ্গে পরকীয়ায় মত্ত গৃহবধূর আত্মহত্যা

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৫, ১০:০২ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামে প্রতিবেশীর সঙ্গে পরকীয়ার জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (১ জুন) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত গৃহবধূর নাম জ্যোৎস্না খাতুন (২৫)। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের স্ত্রী। তাদের দু’টি ছেলে রয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কিশোর-কিশোরীর আত্মহত্যা 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে জ্যোৎস্না খাতুনের সঙ্গে প্রতিবেশী আশরাফুল নামের এক ব্যক্তির পরকীয়ার সম্পর্ক ছিল। শনিবার রাতে জ্যোৎস্নার চাচাতো ভাই আরিফুল হোসেন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে বিষয়টি তিনি জ্যোৎস্নার স্বামী নুরুজ্জামানকে জানান।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে এ নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর সকালে দুই সন্তানকে স্কুলে পাঠিয়ে জ্যোৎস্না নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধার আত্মহনন

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এখন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জ্যোৎস্নার আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

প্রতিনিধি/ এমইউ