images

সারাদেশ

যৌথবাহিনীর অভিযানে সিরাজগঞ্জের শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৫, ০১:৩৯ পিএম

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি আমিনুল ইসলাম ওরফে গুটুকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্দী এলাকা থেকে জেলার শীর্ষ মাদক কারবারি গুটুকে গ্রেফতার করা হয়। 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্দী এলাকার আমিনুলকে চিহ্নিত করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই মাদকদ্রব্য পাচার ও চোরাচালানের একাধিক অভিযোগ রয়েছে। 

তাকে গ্রেফতার করার পর যৌথবাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজগঞ্জের মাদকচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

সেখানে আরও জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার মাদক চালানের সুনির্দিষ্ট তথ্য উঠে আসে, যা তদন্তে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চলমান মাদকবিরোধী অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ