images

সারাদেশ

ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়, আটক ১

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৫, ১১:১০ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভুরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

আরও পড়ুন: গাজীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেফতার 

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ভুরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে আসেন। তখন সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন যে হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পরে টহল দলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান।  

আরও পড়ুন: জামালপুরে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার

হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ আদায় সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি এবং জনস্বার্থ পরিপন্থি। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সেনাবাহিনীর টহল দল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/ এমইউ