জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
পশুর হাটে চাঁদাবাজি, ধান্ধাবাজি, জাল টাকাসহ যে কোনো প্রকার সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
শনিবার (৩১ মে) কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এসব পরামর্শ দেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা, বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করেন জেলা পুলিশ।
বিকেলে শেরপুর সদর থানাধীন শেরপুর-জামালাপুর লিংক ব্রিজ সংলগ্ন আলহাজ আ. ছামাদ কুরবানির পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন শেরপুর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার কুরবানির পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সঙ্গে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। ক্রেতা-বিক্রেতা উভয়ই যাতে নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সেদিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি উল্লেখ করে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান।
একইসাথে তিনি, পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে বা কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, অফিসার ইনচার্জ শেরপুর সদর থানা মো. জুবায়দুল আলমসহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কোরবানির পশুর হাট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস