images

সারাদেশ

বরিশালে জাতীয় পার্টির অফিস ভাঙচুর

জেলা প্রতিনিধি

০১ জুন ২০২৫, ০৮:২৮ এএম

বরিশাল নগরীতে জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। 

শনিবার (৩১ মে) রাতে এ ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল।

আরও পড়ুন: লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

তিনি জানান, রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। এর আগে বিকেলে তাদের বিক্ষোভ মিছিলে হামলা করা হয়েছে। এ দু’টি ঘটনায় মামলা করা হবে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৮টার দিকে একদল লোক নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে জাতীয় পার্টিকে ফ্যাসিস্টদের দোসর অভিহিত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি কাকলীর মোড় হয়ে ফিরে এসে ফকিরবাড়ী রোডের মুখে আসে। তখন স্লোগান দিয়ে আরেকটি মিছিল এসে সেখানে একত্রিত হয়। পরে তারা ফকিরবাড়ী রোডে সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করেছে। পরে তারা চলে গেছে। 

ভবনে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর সেনাবাহিনীর দু’টি টহল পিকআপ এলেও তারা ফকিরবাড়ী রোডের প্রবেশ মুখে সদর রোডে ছিল। তবে কোনো পুলিশও আসেনি। 

আরও পড়ুন: সাবেক এমপি আনোয়ারুল আজিম মারা গেছেন

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করে তছনছ করে রাখা হয়েছে। দলীয় ব্যানার ও সাইনবোর্ড ভেঙ্গে ফেলা হয়েছে। 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভাঙচুর হয়েছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টায় মিছিল চলাকালে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ ছয়জন আহত হন। মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এ হামলা চালায়। পরে জাপা নেতা-কর্মীরা হামলাকারীদের ধাওয়া দিয়ে একজনকে ধরে গণধোলাই দেয়।

প্রতিনিধি/ এমইউ