images

সারাদেশ

সৎ ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ: এডভোকেট মোয়াজ্জেম 

জেলা প্রতিনিধি

৩১ মে ২০২৫, ১০:০৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, জনআকাঙ্ক্ষার শান্তিময় ও ইনসাফপূর্ণ দেশ গড়তে নেতৃবৃন্দকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। গণমানুষের সেই জনআকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৩১ মে) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম হলে রুমে শরীয়তপুর জেলা জামায়াত আয়োজিত জেলা, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং শাখা আমীরদের জন্য দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। মানবসৃষ্ট মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদের অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সবার চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, জেলা জামায়াতের আমির ও অধ্যক্ষ মোহাম্মদ মুহাম্মদ আবদুর রব হাশেমীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসেবে আলোচনা করেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আজহারুল ইসলাম, ফরিদপুর অঞ্চল টিম সদস্য এডভোকেট আজমল হোসাইন এবং ফরিদপুর জেলা নায়েবে আমীর আবু হারিচ মোল্লা।

শরীয়তপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মাসউদুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা কেএম মকবুল হোসাইন, জেলা শুরা সদস্য মাওলানা জাফর আহমদ, সহকারী সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিনিধি/একেবি