উপজেলা প্রতিনিধি
৩১ মে ২০২৫, ০৮:২০ পিএম
নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচর থেকে করিম বাজার ঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় মেঘনা নদীতে ঝড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৯ জন যাত্রী ছিল। এসময় একটি মৃতদেহসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ২ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিম বাজার সংলগ্ন ডুবারচরের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুবউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, ট্রলার ডুবির ঘটনার সময় এতে ৬ জন রোহিঙ্গা, ৩ জন পুলিশ, ৪ জন আনসার ব্যাটালিয়ন, ৪ জন বোটের নায়ামাঝি এবং ২২ জন বিভিন্ন এনজিও ও অন্যান্য সংস্থার লোক ছিল। এ ঘটনায় মৃত ব্যক্তি এনজিও কর্মী বলে। তবে বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভাসানচরের একটি সরকারি দায়িত্বশীল সূত্র জানায়, ২টা ৩০ মিনিটে উল্লেখিত যাত্রীদের নিয়ে বোটটি ভাসানচর থেকে ছেড়ে যায়। করিম বাজার ঘাটে পৌঁছানোর ৪০ মিনিট পূর্বে বোট ডুবির এ দুর্ঘটনাটি ঘটে।
এ নিউজ লেখা পর্যন্ত সূত্রটি জানায়, ৩৯ জন যাত্রীর মধ্যে একজনের মৃতদেহসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি এনজিও সংস্থায় কর্মরত ছিল। বাকি ২ জনকে উদ্ধারের জন্য করিম বাজার ঘাট থেকে যাওয়া দুইটি বোট এখনো কাজ করছে।
এ বিষয়ে হাতিয়া উপজেলার নলচিরা নৌ-পুলিশ স্টেশনের এসআই ফয়সাল জানান নিখোঁজদের উদ্ধারকার্য এখনো চলমান রয়েছে।
প্রতিনিধি/এমএইচটি