images

সারাদেশ

চিতলমারীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ 

জেলা প্রতিনিধি

৩১ মে ২০২৫, ০৬:৩৬ পিএম

বাগেরহাটের চিতলমারীতে খাল থেকে লাভলী বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) সকালে উপজেলার নালুয়া-চরচিংগড়ী খালের চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশ মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন। 

নিহত লাভলী বেগম চরচিংগড়ী গ্রামের মনছুর আলী শেখের মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, লাভলী বেগমের মাদকাসক্ত ছেলে রাব্বি খাকী (২৫) তার মাকে হত্যা করে খালের কচুরিপনার মধ্যে লুকিয়ে রাখে।

নিহতের বড় ভাই মো. আফজাল শেখ জানান, লাভলী উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকীর সঙ্গে প্রথম বিয়ে হয়। এই ঘরে রাব্বির জন্ম হয়। এরপর লাভলী বেগমের বাগেরহাটের মনিরুজ্জামানের সঙ্গে বিয়ে হয়। এ ঘরে লাভলীর সেরা (১০) ও লাবনী (৭) নামের দুটি মেয়ে রয়েছে। 

স্বামী মনিরুজ্জামান মারা গেলে লাভলী তিন সন্তানকে নিয়ে বাবার বাড়ির পাশে পরানপুর গ্রামে বসবাস শুরু করেন। ছেলে রাব্বি মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই মাকে মারধর করতো। 

গত ২০ মে রাত ৮টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে লাভলী বেগমের সঙ্গে ছেলে রাব্বির ঝগড়া হয়। এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিল। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে চরচিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশে খালের কচুরিপানা পরিষ্কার করতে গেলে লোকজন কচুরিপানার নিচে লাভলীর মরদেহ দেখতে পায়।

মো. আফজাল শেখ আরও বলেন, ‘২০ মে রাতে রাব্বি আমার বোন লাভলীকে হত্যা করে তার মরদেহ কচুরিপনার নিচে লুকিয়ে রাখে। ঘটনার ১১ দিন পর পুলিশ তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।’

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাভলী বেগমের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই ছেলে রাব্বি পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধী।’

এএইচ