জেলা প্রতিনিধি
৩১ মে ২০২৫, ০৯:৪৩ এএম
জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামে শুক্রবার রাতে এক অভিযানে ৬০৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধারকৃত চালগুলো হতদরিদ্রদের জন্য বরাদ্দ ছিল।
পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত ১০টার দিকে মো. আজগর আলীর বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে ১৬ হাজার কেজি সরকারি চালসহ আটক ৮
তখন যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাল মজুতকারীরা পালিয়ে যায়। অভিযান শেষে উদ্ধারকৃত চালগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মেহেরপুরে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ এসব সরকারি চাল উদ্ধার করে। তখন মজুতকারীরা টের পেয়ে চাল রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত শেষে পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।”
প্রতিনিধি/ এমইউ