images

সারাদেশ

গুম হওয়া যুবদল নেতা সেলিমকে ফিরে পেতে সাতক্ষীরায় সমাবেশ

জেলা প্রতিনিধি

৩০ মে ২০২৫, ০৬:৩৯ এএম

সাতক্ষীরার গুম হওয়া যুবদল নেতা আবু সেলিমকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাট থেকে মিছিল বের হয়ে শহীদ আসিফ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

আবু সেলিম সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আব্দুর রউফের একমাত্র পুত্র।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, আবু সেলিমের বাবা আব্দুর রউফ, জেলা বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান, রেজাউল ইসলাম, হাদিউজ্জামান বাদশা, যুবদলের নেতা আলিমুজ্জামান আলীম, ফরিদ হোসেন, শ্রমিক নেতা রেজাউল ইসলাম রেজা, প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক শাহিনুর রহমান, এবং ছাত্রদলের সাবেক নেতা আবু রায়হান।

বক্তারা বলেন, ২০১১ সালের ২৯ মে ঢাকার মিরপুর এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী আবু সেলিমকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। দীর্ঘ ১৪ বছরেও তার কোনো খোঁজ মেলেনি। তার পরিবার মিরপুর থানায় মামলা করলেও তদন্তে অগ্রগতি হয়নি।

বক্তারা অভিযোগ করেন, যুবদল নেতা সেলিমকে গুমের ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জড়িত থাকতে পারেন। তারা দাবি করেন, যদি শওকত হোসেন নামে ওই নেতাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে সেলিমের অবস্থান জানা যেতে পারে।

বক্তারা আরও বলেন, এভাবে শুধু আবু সেলিম নন—বিএনপির বহু নেতাকর্মী গুম হয়েছেন। অনেক পরিবার এখনো সন্তানদের ফেরার অপেক্ষায় আছে। তারা জানান, শেখ হাসিনার শাসনামলে যারা গুম হয়েছেন, সরকার পতনের পর তাদের কেউ কেউ ফিরে এসেছেন। তাই আবু সেলিমসহ সকল নিখোঁজ নেতাকর্মীদেরও ফেরত চান তারা।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

প্রতিনিধি/এইউ