images

সারাদেশ

পাটুরিয়া-আরিচা নৌপথে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি

২৯ মে ২০২৫, ০৯:০৭ পিএম

বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার দিকে এই দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে প্রায় ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে ঘাট এলাকায় পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।’

তিনি আরও জানান, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৩টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই ঘাট এলাকা ফাঁকা হয়ে যাবে এবং পারের জন্য আর কোনো যানবাহনকে অপেক্ষা করতে হবে না।

উল্লেখ্য, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও যমুনা নদীর পানি উত্তাল হয়ে উঠলে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে।

প্রতিনিধি/একেবি