জেলা প্রতিনিধি
২৯ মে ২০২৫, ০৭:৪৮ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘শক্তি’-র প্রভাব সারাদেশের মতো টাঙ্গাইল জেলাতেও পড়েছে ব্যাপকভাবে। এর ফলে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দাসী কোরবানির গরুর হাটে ক্রেতা সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। এতে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই বিক্রেতারা গরু ও ছাগল হাটে নিয়ে এসে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছেন। তবে ক্রেতাদের উপস্থিতি ছিল আশানুরূপ নয়। ফলে কোরবানির পশু বিক্রি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী।
জামালপুর থেকে হাটে আসা ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ‘সকাল ১১টা থেকে সাতটি গরু নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু বৃষ্টির কারণে হাটে ক্রেতার দেখা পাচ্ছি না। আমাদের মতো অনেক ব্যবসায়ী দাম-দর করছেন, তবে আমি মাত্র একটি গরু বিক্রি করতে পেরেছি। বৃষ্টি না থাকলে ক্রেতা অনেক বেশি থাকতো। তবে অনেকে মাঝারি ধরনের গরু কিনছেন।’
অপরদিকে, হাটে আসা ক্রেতা আব্দুল মান্নান মিয়া, হাসান আলী ও শফিউর রহমান বলেন, ‘হাটে প্রচুর গরু উঠেছে, তবে ব্যবসায়ীরা দাম বেশি চাচ্ছেন। তার ওপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফলে পুরো হাট ঘুরে দেখা যাচ্ছে না। কোরবানির জন্য অনেকগুলো গরু দেখেছি, তবে সামনে আরও দুটি হাটবার রয়েছে। তাই এখনই গরু কেনার তাড়াহুড়া করছি না।’

হাট পরিচালনা কমিটির পরিচালক মাকসুদ জামিল মিন্টু বলেন, ‘বিক্রেতাদের উপস্থিতি যথেষ্ট থাকলেও বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতি কম ছিল। তারপরও কেনাবেচা মোটামুটি ভালোই হয়েছে। সারাদিন বৃষ্টি না থাকলে দেশের অন্যতম বৃহত্তম এই গরুর হাটে উপচে পড়া ভিড় হতো।’
প্রতিনিধি/একেবি