images

সারাদেশ

পটুয়াখালী উপকূলে ঝড়ো হাওয়া, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি

২৯ মে ২০২৫, ০৪:১৭ পিএম

পটুয়াখালীর উপকূলীয় এলাকায় গত কয়েক ঘণ্টা ধরে বিরামহীন ঝড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে দমকা ঝড়ো হাওয়া বইতে থাকায় জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। তীব্র বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধের বাইরে বসবাসরত স্থানীয়রা চরম দুরবস্থার মধ্যে পড়েছেন। এছাড়া অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ৬৫ ফুট দৈর্ঘ্যের নিচের লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে। সমুদ্র তীব্র উত্তাল থাকায় এসব লঞ্চ চলাচলে নিরাপত্তাহীনতা রয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭০.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদফতরের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপটি পায়রা বন্দরের ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থান করছে। বর্তমানে মাঝারি ধরনের দমকা ঝড়ো হাওয়া বইছে।

পটুয়াখালী নৌবাহিনীর কর্মকর্তা মো. জাকির শাহারিয়ার জানান, অভ্যন্তরীণ নদীতে ২ নম্বর সংকেত থাকার কারণে ৬৫ ফুট দৈর্ঘ্যের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পটুয়াখালী থেকে ঢাকার জন্য লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/একেবি