জেলা প্রতিনিধি
২৯ মে ২০২৫, ০১:৪৩ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ সময় বনের ভেতরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাছটি ভোরে কোনো এক সময় ঝড়ো হাওয়ায় রেললাইনের ওপর হেলে পড়ে। সকাল ৮টার দিকে কালনী এক্সপ্রেস ঘটনাস্থলে পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনটি দ্রুত গতিতে থাকলেও চালকের তাৎক্ষণিক দক্ষতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত অভিযান চালিয়ে গাছ অপসারণ করে এবং সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। ট্রেনটি এ বাঁকা অংশ নিয়েই ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
প্রতিনিধি/ এমইউ