images

সারাদেশ

বাগেরহাটে বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত শহর, দুর্ভোগে স্থানীয়রা

জেলা প্রতিনিধি

২৮ মে ২০২৫, ০৫:৩০ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বৃষ্টির পানি ও জোয়ারে প্লাবিত হয়েছে বাগেরহাট পৌরসভার কাঠপট্টি, রাহাতের মোড়, লঞ্চঘাট ও সাধারণ মোড়সহ বিভিন্ন এলাকা। ফলে এসব এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।

বাগেরহাট পৌরসভার কাঠপট্টি এলাকার দোকানি সুমন বলেন, ‘একটু বৃষ্টি আর নদীতে জোয়ার এলেই আমাদের এলাকার রাস্তাঘাট হাঁটু পানিতে তলিয়ে যায়। এখানে দোকান চালানো খুব কষ্টের। এমন পানির মধ্যে কেউ দোকানে আসতে চায় না। আমরা খুব কষ্টে আছি।’

শহরের লঞ্চঘাট এলাকার হোটেল ব্যবসায়ী জামাল শেখ বলেন, ‘এমন এক শহরে আমরা বাস করি যেখানে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়। পৌরসভার ৯০ ভাগ রাস্তার অবস্থাও খুবই খারাপ। সরকার আসে, সরকার যায়; নেতা আসে, নেতা যায়—কিন্তু বাগেরহাট পৌরসভার কোনো উন্নতি হয় না।’

এদিকে, জেলার প্রায় সব নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধ এবং মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞকাঠি এলাকার বেড়িবাঁধের কিছু অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী।

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও আমাবস্যার কারণে সাগর উত্তাল রয়েছে, যার ফলে জেলার প্রায় সব নদ-নদীর পানি ২ থেকে ৩ ফুট বেড়েছে। এছাড়া কিছু বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে।’

bager-hat-2

অন্যদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় মোংলা আবহাওয়া অফিস মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, ‘লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে বাগেরহাট উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

প্রতিনিধি/একেবি