জেলা প্রতিনিধি
২৮ মে ২০২৫, ০৯:২৮ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জয়পুরহাট ছাত্রদল।
মঙ্গলবার (২৭ মে ) রাতে শহরের বাজলা স্কুল থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
আরও পড়ুন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’সহ নানান স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন - জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, ছহরাফ ইসলাম ইমন, আহাদ হোসেন, শিমুল চৌধুরী, বোরহান, নিয়ামুল, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল বান্না, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হোসেন, সাব্বির হোসেন, পিয়াল, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ উদ্দিন, রাকিবুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক
এ সময় বক্তারা বলেন, সাম্য হত্যার আজ ১৪ দিন হয়ে গেছে। আমরা এখনও সুষ্ঠু বিচার পাইনি। একজন ছাত্রদলের কর্মীও আঘাতপ্রাপ্ত হলে তার জবাবদিহিতা করতে হবে। ছাত্রদল বসে থাকবে না। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।
উল্লেখ, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/ এমইউ