images

সারাদেশ

সোনারগাঁয়ে কৃষি চর্চা নিশ্চিত করতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত 

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার(২৭ মে) সকাল সাড়ে দশটা থেকে উপজেলার পরিষদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে  দিনব্যাপী এই কংগ্রেস আয়োজন করেন সোনারগাঁ কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ তারেকের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন- নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসা. সেলিনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার অতিরিক্ত উপ-পরিচালক বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে, এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণ্ন রাখা এবং বাণিজ্যিকীকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এ লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে। 

এছাড়াও অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান,খাদ্য নিয়ন্ত্রক অফিসার আনোয়ার পারভেজ সমবায় পরিদর্শক নাসির উদ্দিন, জেসমিন আক্তারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রতিনিধি/ এজে