images

সারাদেশ

হবিগঞ্জে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৫, ০৭:২৬ পিএম

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঘোষপাড়া এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন- র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (৪২) ও গ্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রামের মৃত আব্দুর বারেকের ছেলে অহিদ মিয়া (৬০)।

এর আগে, সোমবার (২৬ মে) সন্ধ্যা ও রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ৫ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ ও ৪ হাজার পিস ইয়াবাসহ অহিদ মিয়া গ্রেফতার হন। পরে মামলা দিয়ে তাদেরকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/ এজে