images

সারাদেশ

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ০৯:৩৭ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের ভাঙ্গাব্রিজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখেই পালিয়ে যান।

নিহত আনোয়ার হোসেন পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ভাউসামপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন আনোয়ার। বেড়ানো শেষে আজ বিকেলে নিজে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথেই দুর্গাপুর-কলমাকান্দা সড়কের ভাঙ্গাব্রিজ সংলগ্ন ঠাকুরবাড়িকান্দা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার পরিদর্শক  (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে