images

সারাদেশ

বরিশালের সাবেক কাউন্সিলর হিরু গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ০৬:২৫ পিএম

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ২৫ মে) গভীর রাতে নগরীর ফকির বাড়ি রোডের তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

ওসি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় বাদী মামলা দায়ের করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকার। সেই মামলার আসামী ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু।

প্রতিনিধি/ এজে