images

সারাদেশ

‘আগামীতে মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দিন’

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ০৩:২৯ পিএম

আগামীতে আপনারা মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দিবেন। সেই ব্যক্তি কোন দলের হোক বা না হোক তার মার্কা থাকুক বা না থাকুক সে যদি মানুষ ভালো হয় সে আপনাদের জন্য কাজ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (২৬ মে) সকালে জেলার ডোমার উপজেলা থেকে শুরু হয় দিনব্যাপী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি দ্বিতীয় দফায় ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে এ কথা বলেন তিনি। 

সারজিস আলম বলেন, যে ব্যক্তি ভালো, তাকে সমর্থন করবেন। আর যে ব্যক্তি চাঁদাবাজি করবে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না। আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন, এই প্রতিবাদ জারি রাখবেন। না হইলে তারাও একসময় আপনাদের গলা চেপে ধরবে। আপনারা চোখ কান খোলা রাখবেন, আপনাদের আশেপাশে এখনও অনেক সিন্ডিকেট তৈরি হবে। অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষ গুলোকে শুরুতে যদি প্রতিবাদ করে প্রতিহত না করেন এরাই আবার ধীরে ধীরে আপনাদেরকে জিম্মি করে ফেলবে। 

তিনি বলেন, নীলফামারীতে আগে জেলায় চাঁদাবাজি চলতো এখন উপজেলায় চলে অটো থেকে চাঁদাবাজি করা হয় ট্রাক থেকে চাঁদাবাজি করা হয়। পিকাপ থেকে চাঁদাবাজি করা হয় এই অল্প কয়েকটি লোক সে যেই দলেরই হোক দেখার সময় নাই সকলে প্রতিবাদ গড়ে তোলেন। 

এসময় সারজিস আলমের সঙ্গে ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন, সাদিয়া ফারজানা দিনা, ও আসাদুল্লাহ আল গালিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিনিধি/ এজে