images

রাজনীতি / সারাদেশ

নীলফামারীতে বৃষ্টিতে ভিজে সারজিসের পথসভা, লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ০২:৪৬ পিএম

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো নীলফামারীতে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৬ মে) সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও দলের নেতাকর্মীদের নিয়ে জেলার ডোমার উপজেলা থেকে শুরু হয় দিনব্যাপী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি।

আরও পড়ুন

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সংগঠক

এ সময় সারজিস আলমের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন, সাদিয়া ফারজানা দিনা, ও আসাদুল্লাহ আল গালিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।

thumbnail_1000124900

রোববার (২৫ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম জানান, নীলফামারীর ৬টি উপজেলায় ধারাবাহিকভাবে পথসভা ও লিফলেট বিতরণ করবেন তারা।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলমান জাতীয় রাজনীতিতে বিকল্প ধারার নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে। দলটি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠন গড়ে তোলার কার্যক্রম শুরু করেছে।

thumbnail_1000124901

নীলফামারী জেলায় এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরাঞ্চলে এনসিপির তৃণমূল পর্যায়ে জনসংযোগ এবং সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস