২৬ মে ২০২৫, ১১:৫১ এএম
সোনারগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের ছোট চাচা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হাজী মো. সিরাজুল ইসলাম মজনু রোববার (২৫ মে) সকালে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ...রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী সহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
সিরাজুল ইসলাম মজনুর মৃত্যুতে সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ ক্লাবের সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
রোববার বাদ আছর সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে হাড়িয়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।