images

সারাদেশ

খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ১১:২৭ এএম

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ূর আবাসিক এলাকার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবনের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটের নাড়ি বের হয়ে যায়। উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে জানা গেছে।

আরও পড়ুন

বগুড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। ৩-৪ জন যুবক তার ওপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে কি কারণে তার ওপর এ হামলা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস