images

সারাদেশ

সরকারি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার, ডায়াগনস্টিক মালিককে জরিমানা 

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ০৬:৫৫ এএম

সরকারি চিকিৎসা সেবা কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত ৪৮৪ পিস ইনজেকশনের সিরিঞ্জ চাঁদপুর শহরের নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ডায়াগনস্টিক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। 

রোববার (২৫ মে) দুপুরে শহরের মুক্তিযোদ্ধা সড়ক এলাকার ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।

তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে শহরের শহীদ  মুক্তিযোদ্ধা রোড এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরকারি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়ায় নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং তা আদায় করা হয়। 

অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করেছে। এ সময় ৪৮৪ পিচ সরকারি সিরিঞ্জ জব্দ করা হয়। এগুলো পরবর্তীতে জেলা প্রশাসক চাঁদপুর-এর মাধ্যমে সিভিল সার্জন অফিসে স্থানান্তর করা হবে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ