images

সারাদেশ

ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা

জেলা প্রতিনিধি

২৬ মে ২০২৫, ০৪:৫৫ এএম

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদলে যোগ দিয়েছেন পাঁচ নেতা। যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

রোববার (২৫ মে) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়।

এর আগে শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে নগরীর হরিকিশোর রায় রোড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় এ যোগদান অনুষ্ঠান হয়।

ছাত্রদলে যোগ দেওয়া পাঁচ নেতা হলেন - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

নবগঠিত মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় বলেন, যোগদান অনুষ্ঠানে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম। এ সময় আমিও ছিলাম। এছাড়া ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক অলি উল্লাহ বলেন, আমাদের কেউ অন্য দলে যোগ দিতে চাইলে, জোর করে তাদের আমাদের প্ল্যাটফর্মে রাখা সম্ভব নয়।

প্রতিনিধি/ এমইউ