জেলা প্রতিনিধি
২৬ মে ২০২৫, ০৪:৩৯ এএম
ফরিদপুরের বোয়ালমারীতে অসুস্থ গরু জবাই করে পচা গোশত বিক্রির অপরাধে জাকারিয়া (২৫) নামের এক কসাইকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে এ ঘটনা ঘটে।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।
আদালত সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে গুনবহা ইউনিয়নের অমৃতনগর বাজারে অসুস্থ গরু জবাই করে গোশত বিক্রি করছিলেন জাকারিয়া। মাংসের পচা গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, পচা গোশত মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ