images

সারাদেশ

১০ দফা দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৫, ১১:২২ এএম

১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মতো সিরাজগঞ্জেও পেট্রোল পাম্প বন্ধ ও বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে ১০ দফা দাবিতে রোববার (২৫ মে) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ধর্মঘট চলবে।

thumbnail_1000109417

এদিকে ভোর থেকে বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে ডিপো এলাকা। ট্যাংকলরির শ্রমিকেরা অলস সময় কাটাচ্ছে । বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ থাকায় উত্তরবঙ্গের ১৬ জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরেও তেল সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন

ইজিবাইক চালকের রক্তাক্ত চোখ উপড়ানো লাশ উদ্ধার

thumbnail_1000109416

উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বলেন, বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরী মালিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে ১০ দফা দাবিতে এই কর্মসূচি চলছে। তবে এই কর্মসূচি ২টা পর্যন্ত চলবে তাই ২টার পর ডিপো থেকে তেল উত্তোলন চলবে। তখন চালকেরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তেল সরবরাহ শুরু করবে।

প্রতিনিধি/এসএস