জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৫, ১১:০৭ এএম
ঝালকাঠি আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সমিতির দ্বিবার্ষিক নির্বাচন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, সব দলের শ্রমিকদের অংশগ্রহণে নির্বাচন কমিশন সব আয়োজন সম্পন্ন করেছে।
শনিবার (২৪মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হয়েছে। ১১টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বারবার নির্বাচিত সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক রনি। ৭৬৩ জন ভোটারের মধ্যে ৬৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার, পৌর বিএনপির সভাপতি ও ঝালকাঠি জেলা আইনীজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমুল হাসান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির আহবাক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও বাস মালিক সমিতির আহ্বায়ক বাচ্চু হাওলাদার।
নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সভাপতি পদে জেলা শ্রমিকদলের সভাপতি ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি টিপু সুলতান গোলাপ ফুল প্রতীকে ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সংগঠনের সাবেক সভাপতি মজিবুর রহমান বাস প্রতীকে পেয়েছেন ২১৭ ভোট। সহ-সভাপতি দু’টি পদে মো. জলিল সিকদার বাঘ প্রতীকে ২৯৫ ভোট এবং মো. মিলন মিয়া (হাতি প্রতীকে ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মো. ফারুক হোসেন আদু (গাভি), মো. শহিদুল ইসলাম খান (হরিণ), মো. হারুন সিকদার (উটপাখি) সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক রনি আনারস প্রতীকে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন হাওলাদার চেয়ার প্রতীকে পেয়েছেন ২৯৬ভোট ও মো. বাদশা মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ৭ ভোট।
সহ-সাধারণ সম্পাদকের দু’টি পদে মো. মিলন হাওলাদার কবুতর প্রতীকে ও মো. মানিক খান মোরগ প্রতীকে বিজয়ী হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. মতিয়ার রহমান নারিকেল গাছ প্রতীকে বিজয়ী হয়েছেন। লাইন সম্পাদকের দু’টি পদে মো. হানিফ হাওলাদার গরুর গাড়ি প্রতীকে ও মো. সুমন সিকদার রেলগাড়ি প্রতীকে বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. মামুন ব্যাপারী মাইক প্রতীকে বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে আলী আকব্বার টেবিল প্রতীকে বিজয়ী হয়েছেন। দফতর সম্পাদক পদে মো. জামাল হাওলাদার বই প্রতীকে বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে মো. সোহেল ফকির কলস প্রতীকে বিজয়ী হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিক অংশগ্রহণে প্রতিযোগিতাপূর্ণ একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এর আগে ফ্যাসিবাদী সরকারদলীয় লোকজন কোনো তফশিল ঘোষণা ছাড়াই নির্ধারিত ব্যক্তিকে ঘোষণা দিয়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করেছিল। দীর্ঘ কয়েক দফা এমন নির্বাচনের পরে প্রেক্ষাপট পরিবর্তনের কারণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি। উৎসবমুখর পরিবেশে ৭৬৩জন ভোটারের মধ্যে ৬৬৪জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রতিনিধি/এসএস