জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৫, ০৯:১০ এএম
কৃষি সম্প্রসারণ অধিদফতর হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি অফিসারের পুরস্কার পেয়েছেন মো. তোফায়েল আহমেদ।
শনিবার (২৪ মে) সিলেটে এক অনুষ্ঠানে মো. তোফায়েল আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাইফুল আলম।
জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে মো. তোফায়েল আহমেদ সততার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাঠ পর্যায়ে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়ায় নানা ধরনের ফসল চাষে সফলতা এসেছে। এসব কাজের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কৃষি অফিসারের পুরস্কার প্রদান করা হয়েছে।
মাঠে কৃষির উন্নয়নে কাজ করে সঠিক মূল্যায়ন পাওয়ায় তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আখতারুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান, সব উপসহকারী কৃষি কর্মকর্তা ও অফিসের সব সহকর্মী এবং উপজেলার সব কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিনিধি/এসএস