images

সারাদেশ

ডেমরা থানা আ.লীগ নেত্রী নারায়ণগঞ্জে ইয়াবাসহ আটক 

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৫, ০৪:৫৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে রজনী আক্তার তুশি নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

শনিবার (২৪ মে) রাত আনুমানিক ৮টার দিকে তুশিকে ইয়াবাসহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশিপুর ফরাজীকান্দার স্থানীয় লোকজন। 

পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানালে রাত সাড়ে ৯টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুশিকে হেফাজতে নেয়। 
 
রজনী আক্তার তুশি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে একাধিক সূত্র মারফত জানা গেছে। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়াটার এলাকার আবুল কাশেমের মেয়ে। 

20

পুলিশ আটক করার সময় তুশি ‘জয় বাংলা’ স্লোগান দিলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে তাকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ফরাজীকান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে তুশি আক্তার রজনী বাসা ভাড়া নিয়ে ছিলেন। শুক্রবার (২৩ মে) স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুশিকে নজরে রাখেন এলাকাবাসী। পরে শনিবার রাতে আটক করে।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আ.লীগ সভাপতি গ্রেফতার

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আটক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা আসামিকে হস্তান্তর করবো।’

এএইচ