জেলা প্রতিনিধি
২৪ মে ২০২৫, ০৮:৫৫ এএম
নেত্রকোনার খালিয়াজুরীতে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের সংযোগ খোলার সময় চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী।
শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার কাচারীহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মিলল যুবকের লাশ
মৃত হেলাল মিয়া (৩৫) উপজেলার সদর ইউনিয়নের কাচারীহাটি এলাকার করিম মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে উপজেলা সদরের কাচারীহাটি এলাকার হেলাল মিয়া তার অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে যান। তখন বিদ্যুৎ না থাকায় চার্জারের কেবল কামড় দিয়ে খুলছিলেন তিনি। ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎ চলে আসায় গুরুতর আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে কারাগারে থাকা আসামির মৃত্যু
তার স্ত্রী বিষয়টি দেখে স্বামীকে বাঁচাতে এগিয়ে যান। এতে তিনিও আহত হন। পরে স্থানীয়রা হেলাল মিয়া ও তার স্ত্রী চায়না আক্তারকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত চায়না আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিকশা চালক নিহত হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ