images

সারাদেশ

দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি

২৩ মে ২০২৫, ০২:৫০ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী মাহিন ইসলাম (১১)। চলতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ‘অংক দৌড়’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগ পর্যায়েও প্রথম হয়েছে। আগামী ২৪ মে জাতীয় পর্যায়ে ঢাকায় অংশ নিবে এই শিক্ষার্থী। তার এই কৃতিত্ব ধরে রাখতে আর্থিক সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের দরিদ্র পরিবারের ইদ্রিস ইসলাম ও মর্জিনা বেগম দম্পতির ছেলে মাহিন ইসলামের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়াসহ আর্থিক সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।

এসময় উপস্থিত ছিলেন, খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফেরদৌস প্রধান, শিক্ষক লাভলু মিয়া, আবু হেনা মো. সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য নুরুন্নবী প্রধান, আবুল কালাম আজাদসহ অনেকে।

খোঁজ নিয়ে জানা যায়, জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের দিনমজুর ইদ্রিস ইসলাম। তার সহায় সম্পদ বলতে আছে দেড় শতক জমি। সেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস। জীবিকার তাগিদে অন্যের একটি ইজিবাইক ভাড়া নিয়ে যাত্রী বহন করেন। পাশাপাশি স্ত্রী মর্জিনা বেগম একটি ক্ষুদ্র ভ্যারাইটিজ দোকান দিয়েছেন। এ দম্পতির তিন সন্তানের মধ্যে মাহিন ইসলাম সবার বড়। স্থানীয় খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে এ ছেলেটি। অত্যন্ত মেধাবী এই মাহিন এ বছর অংশ নেয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ‘অংক দৌড়’ প্রতিযোগিতায়। এতে প্রথম স্থান অধিকার করে ইউনিয়ন-উপজেলা-জেলা ও রংপুর বিভাগ পর্যায়ে। এখন আগামী ২৪ মে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে শিশু শিক্ষার্থী মাহিনের।   

আরও পড়ুন

দরিদ্রতা দমাতে পারেনি শিশু মাহিনকে

খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফেরদৌস প্রধান বলেন, আমাদের স্কুলের মাহিন নামের শিক্ষার্থী মাহিন ইসলাম অতিদরিদ্র পরিবারের হলেও অত্যন্ত মেধাবী। সে পঞ্চম শ্রেণির ফাস্ট বয়। তার উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল কামনাসহ সবার কাছে দোয়া প্রত্যাশা করছি।   

জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, অত্যন্ত আনন্দে আপ্লুত হয়ে মাহিনকে দেখার জন্য এসেছি। এ শিক্ষার্থী অংক দৌড় প্রতিযোগিতায় যেমনটি সাফল্য অর্জন করেছে এটি আমাদের ইউনিয়নের গৌরব। তার আগামী দিনের স্বপ্ন পূরণ হোক এই কামনা করি।

প্রতিনিধি/এসএস