জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৫, ১২:৩৩ পিএম
বেকারত্বের অভিশাপ থেকে বাঁচতে স্বাধীনভাবে আয়ের পথ খুঁজে অনেকে আইসিটি নির্ভর ক্যারিয়ার গঠনের চেষ্টা করছেন। কেউ হয়েছেন ফ্রিল্যান্সার। আবার অনেকে নিজের দক্ষতায় হচ্ছেন সফলও। এমন উদাহরণ সৃষ্টি করেছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সামিউল ইসলাম। সামিউল ইসলাম ছিলেন ব্রয়লার মুরগি ফার্মের একজন শ্রমিক। এক সময়ের শ্রমিকের কাজ করে কোনমতে চলতো তার জীবন। নিজের ভাগ্য পরিবর্তন করেছেন একটি অ্যান্ড্রয়েড ফোন ও কিস্তিতে নেয়া কম্পিউটার দিয়ে। ৭ বছরের ব্যবধানে তার মাসে আয় দাঁড়িয়েছে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। গড়ে তুলেছে রেজকোড বিডি নামে নিজস্ব প্রতিষ্ঠান।
![]()
সামিউল ইসলাম কীভাবে সফল ফ্রিল্যান্সার হয়ে উঠলেন সেই সফলতার গল্প শোনান ঢাকা মেইলকে।
সফল ফ্রিল্যান্সার সামিউল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমি ২০১৭ সালে স্থানীয় এক ব্রয়লার মুরগি ফার্মের একজন শ্রমিক ছিলাম। সেখানে ৬ হাজার টাকা বেতন দিত। এই বেতন দিয়ে আমার পরিবারের অভাব ও অনটন দূর হতো না।
তিনি আরও বলেন, আমি ব্রয়লার মুরগি ফার্মের কাজ করার ফাঁকে ফাঁকে ইউটিউবে অনেক কাজ শেখার চেষ্টা করি। কারণ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে পড়েছিলাম তখন থেকে আমার ইচ্ছা অনলাইনে কাজ করার।
![]()
সামিউল ঢাকা মেইলকে আরও বলেন, আমি ২০১৮ সালে টেক্সটাইল মিলে কাজ করা জন্য ঢাকায় যাই। সেই চাকরির বেতন দিয়েই, আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের প্রশিক্ষণ নিয়ে থাকি। কাজ শেখার পর আমার একটা কম্পিউটার দরকার ছিল কিন্তু কেনার মতো টাকাও আমার কাছে ছিল না। পড়ে আমার বাবাকে বলি কম্পিউটারের কথা। তখন বাবা এনজিও থেকে লোন নিয়ে আমাকে কম্পিউটার কেনার জন্য টাকা দেয়। সেই থেকে আমার কাজ করা শুরু।
আপনার প্রথম আয় কত ডলারের ছিল, এমন প্রশ্নের জবাবে সফল ফ্রিল্যান্সার সামিউল ঢাকা মেইলকে বলেন, আমার ২০১৮ সালে ফাইভারে প্রথম কাজ ছিল ৫ ডলারে। কাজটি ভালোভাবে শেষ করে সেই ক্লায়েন্টের ফাইভ স্টার রিভিউ পাই। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আমাকে। আর বর্তমানে আমি মাসে ৪ থেকে ৫ লাখ আয় করে থাকি।
![]()
আপনার নতুনদের নিয়ে পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে সামিউল বলেন, আমি নতুনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য রেজকোড বিডি নামে একটি প্রতিষ্ঠান চালু করেছি। এখানে নতুনরা প্রশিক্ষণ নিতে পারবে। আমি নতুনদের ২৪ ঘণ্টা সাপোর্ট দিচ্ছি যেন তারা ভালোভাবে কাজ শিখতে পারে এবং তাদের বায়ারের সঙ্গে কমিউনিকেশন করতে পারে। প্রয়োজনে আমি নিজে মিটিং করে দেই। আমার কাছে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে ৪ জন মাসে ১ লাখ টাকারও বেশি আয় করে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে সফল ফ্রিল্যান্সার সামিউল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমি দিনাজপুরসহ সারাদেশে তরুণদের প্রযুক্তি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। এছাড়াও আমার রেজকোড বিডিতে ১০০ জনের কাজের ব্যবস্থা করতে পারি এটা আমার ভবিষ্যৎ প্লানে আছে।
প্রতিনিধি/এসএস