জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১০:৪৮ পিএম
বরগুনার পাথরঘাটায় সাড়ে সাত ফুট লম্বা ও চার কেজি ওজনের একটি গোখরা সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে সাপটিকে বনে অবমুক্ত করা হয়েছে।
এর আগে, ১০টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের ছোট পাথরঘাটা এলাকায় সবজি ক্ষেতের পাশে দেয়া ইলিশের জালে আটকা পড়ে সাপটি।
স্থানীয় জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে তার ভাবি মাজেদা বেগম সবজি ক্ষেতে গিয়ে জালে আটকা পড়া গোখরা সাপটি দেখতে পান। ভাবির কাছ থেকে জানতে পেয়ে তিনি এসে সাপটিকে জালসহ উদ্ধার করেন। বন বিভাগকে খবর দিলে তারা এসে গোখরা সাপটিকে উদ্ধার করে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করার জন্য নিয়ে যান।
এ বিষয়ে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, আমার কাছে খবর আসার পরেই সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত বিট কর্মকর্তাকে নিয়ে সাপটি উদ্ধার করেছি। পরে সেটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
এজে