জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৫, ০৭:৫১ এএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় ফাঁস নিয়ে এবং সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে পীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই হাটপাড়া গ্রামের মঈনুদ্দিনের মেয়ে এবং এসএসসি পরীক্ষার্থী সাবিরা আকতার ইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ির লোকজনের অগোচরে নিজ ঘরের বারান্দায় যান। পরে ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস নেন। এ ঘটনায় বাড়ির লোকজন তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
আরও পড়ুন: নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধার আত্মহনন
অন্যদিকে একই উপজেলার শাটিয়া গ্রামের গবেশ্বরের মেয়ে এসএসসি পরীক্ষার্থী সংগিতা রানী গত ১৮ মে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) দুপুরে তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কী কারণে গলায় ফাঁস নিয়ে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজে মারা যাওয়ার খবর পেয়েছি। দু’টি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ