images

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিল ৫ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৫, ০৮:৫৩ পিএম

ছাত্র-জনতার আন্দোলনে মারুফ হত্যা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিল (২৬)—কে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

বৃহস্পতিবার (২২ মে) সকালে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক লুৎফর রহমান জানান, ছাত্র আন্দোলনে নিহত মারুফ হত্যা মামলায় টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন টাঙ্গাইল সদর থানা পুলিশ। পরে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহাম্মেদ জানান, গত বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলকে গ্রেফতার করা হয়। তানজিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া ৬টি মামলার এজাহারভুক্ত আসামি। তারমধ্যে তানজিলের বিরুদ্ধে ২ টি হত্যা মামলাও রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত মারুফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে তাকে প্রেরণ করা হয়। পরে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রতিনিধি/  এজে