images

সারাদেশ

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৫, ১১:১৫ এএম

জয়পুরহাটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। ক্রেনের সাহায্যে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।

বুধবার (২১ মে) রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর-সান্তাহার রেলপথের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা- খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কয়েকটি আন্তঃনগর ট্রেনের ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীরা। 

বাংলাদেশ রেলওয়ের পরিবহন বাণিজ্যিক বিভাগের ট্র্যাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন: ফরিদপুরে জাহানাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-খুলনা ট্রেন চলাচল বন্ধ

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি তেলবোঝাই ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করে পুরানাপৈল এলাকায় পৌঁছার পরই একটি বগির দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।  তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য পার্বতীপুর থেকে উদ্ধারকারী ক্রেন আনা হয়। বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

প্রতিনিধি/ এমইউ