images

সারাদেশ

শেরপুরে অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

জেলা প্রতিনিধি

২২ মে ২০২৫, ০৯:১৯ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারে মিষ্টির দোকান হতে একটি বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকায় গহীন বনে অজগরটিকে অবমুক্ত করা হয় বলে জানান বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী।

আরও পড়ুন: সাতছড়িতে গাড়িচাপায় বিপন্ন প্রজাতির হনুমান শাবকের মৃত্যু

তিনি বলেন, বুধবার সকালে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ধোবাকুড়া বাজারে মিষ্টির দোকানের পিছনে বার্মিজ প্রজাতির অজগরটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। এটি লম্বায় প্রায় পাঁচ ফিট এবং মাঝারি আকৃতির। 

আরও পড়ুন: বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির বলেন, এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে মধুটিলা রেঞ্জের অন্তর্গত একটি গহীন বনে অবমুক্ত করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ