জেলা প্রতিনিধি
২১ মে ২০২৫, ০৮:৩৭ পিএম
রাজবাড়ীর পাংশায় ওভার টেকিং করতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেলে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাগলার মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক এ ঘটনা ঘটে।
নিহতরা হলো,কুষ্টিয়ার খোকসা উপজেলার কোরবান শেখ ও অশোক কুমার রায়।
পাংশা হাইওয়ে পুলিশের ওসি হারুন-অর-রশিদ জানান, পাংশা থেকে মোরসাইকেলে খোকসা যাচ্ছিলো দু’জন। পথে মাছপাড়া ইউনিয়নের পাগলের মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেকিং করতে গিয়ে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে নিহত হয় কৃষক লোকমান প্রামানিক।
প্রতিনিধি/ এজে