images

সারাদেশ / শিক্ষা

নজরুলের মতো এত অসাম্প্রদায়িক আর কাউকে দেখিনি: আবদুল হাই শিকদার

২১ মে ২০২৫, ০৬:০৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও সাম্যবাদী আদর্শকে চিরকালীন প্রাসঙ্গিক আখ্যা দিয়ে বিশিষ্ট কবি ও গবেষক আবদুল হাই শিকদার বলেছেন, ‘নজরুল ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, মানবমুক্তি, শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই এবং নারীমুক্তির স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। নজরুলের মতো অসাম্প্রদায়িক মনন আর কারও মধ্যে আমরা দেখিনি।’

বুধবার (২১ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ে নজরুল জয়ন্তী ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের ইতিহাসে জুলাইয়ের আন্দোলনে যে শিল্পিত প্রতিবাদ ও সাহিত্যচেতনার বহিঃপ্রকাশ ঘটেছিল, তা নজরুল থেকেই উৎসারিত। রাস্তাঘাটের গ্রাফিতিগুলো দেখলেই বোঝা যায়—প্রত্যেকে যেন তখন এক একজন নজরুলে পরিণত হয়েছিল। সাম্যের দর্শনের বাইরে গিয়ে আমরা কখনোই একটি সম্প্রীতিময় সমাজ গঠনে সফল হতে পারি না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সেমিনারে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমান।

আবদুল হাই শিকদার বলেন, ‘রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে সৌন্দর্য, সূক্ষ্মতা ও গভীরতার এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। তবে রবীন্দ্র রচনাবলীতে আমরা এমন কিছু অভাব লক্ষ্য করি, যা নজরুলের রচনায় স্পষ্টভাবে উঠে এসেছে। যেমন, ৩০ খণ্ডের রবীন্দ্র রচনাবলীতে ‘মুহাম্মদ’ শব্দটি কোথাও উচ্চারিত হয়নি, যদিও তাঁর অধিকাংশ জমিদারির প্রজারা ছিলেন দরিদ্র মুসলমান কৃষক। তাঁদের টাকাতেই গড়ে উঠেছে শান্তিনিকেতন ও জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। অথচ সেই জমিদারবাড়িগুলোতে একটি স্কুলও তিনি প্রতিষ্ঠা করেননি।’

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ আমাদের মাথার ওপরকার নক্ষত্রখচিত আকাশ, আর নজরুল আমাদের শিকড়, আমাদের সুজলা-সুফলা মাটি, আমাদের ধানক্ষেত, নদী ও ঘর। যদি রবীন্দ্রনাথ না জন্মাতেন, আমরা হয়তো বুঝতে পারতাম না বাংলা ভাষা কতটা মিহি ও গাঢ় হতে পারে। আর যদি নজরুল না জন্মাতেন, আমরা জানতেই পারতাম না কীভাবে সেই ভাষা হয়ে উঠতে পারে সাম্রাজ্যবাদবিরোধী, প্রতিবাদী ও মানবমুক্তির হাতিয়ার।’

সেমিনারে নজরুলচেতনার গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি শিক্ষায় নজরুলের অবদানের কথা স্মরণ করেন বক্তারা। তারা বলেন, আজকের সমাজে নজরুলের সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধ আরও বেশি প্রয়োজন।

প্রতিনিধি/একেবি