জেলা প্রতিনিধি
২১ মে ২০২৫, ১২:০৮ পিএম
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে আইনগত সহায়তা ও মেডিয়েশন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা লিগ্যাল এইড অফিস-এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ফ্ল্যাট থেকে ৫ বছর পর উদ্ধার হলেন মরিয়ম
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. বায়জিদ রায়হানের সভাপতিত্বে সহকারী জজ রানা পারভেজ, নলছিটির সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সেখানে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ