images

সারাদেশ

ফেনীতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৫, ১০:০৭ পিএম

ফেনীতে ২০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল (২২) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ওই যুবক কক্সবাজারের টেকনাফ উপজেলাস্থ ২২ নং ভাসমান ক্যাম্প এর রোহিঙ্গা শরণার্থী অধিবাসী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় সন্দেহভাজন পরিবহণ তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ঢাকামুখী লেইনে একটি সিডিএম বাসের যাত্রী ইসমাইলের প্যান্টের পকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ইয়াবাসহ গ্রেফতার যুবক কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। মঙ্গলবার ফেনী মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে