জেলা প্রতিনিধি
২০ মে ২০২৫, ০৯:৩৫ পিএম
আম রফতানির সুবিধার্থে রাজশাহী থেকে কার্গো বিমান চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের আম রফতানির জন্য গড়ে তেলা হবে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকিং হাউস।
মঙ্গলবার (২০ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিকারক ও আম ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন আনোয়ার হোসেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মত বিনিময় সভার আয়োজন করে।
আনোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ কয়েকটি জেলায় বিপুল পরিমাণ রফতানিযোগ্য আম উৎপাদন হচ্ছে। এ বছর চীনে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আম রফতানি করা হবে। রফতানি সহজ করতে চাঁপাইনবাবগঞ্জে ১০ টি আমের হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এছাড়া রাজশাহী বিমানবন্দর থেকে কার্গো বিমান চালুর পরিকল্পনা রয়েছে। কার্গো বিমান চালু হলে রাজশাহীর আশেপাশে গড়ে তোলা হবে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকিং হাউস।
ইপিবির ভাইস চেয়ারম্যান আরও বলেন, শুধু আম নয়, আমের প্রক্রিয়াজাত ও উপজাত পণ্য উৎপাদন করে রফতানি করতে হবে। এজন্য উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মো. শাহজালাল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সহ-সভাপতি আখতার হোসেন রিমন, আম রফতানিকারক ইসমাইল হোসেন খান শামীম, বাগান মালিক আহসান হাবিব, আম ব্যাবসায়ি মুনজের মানিক প্রমুখ।
সভায় রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদেশে আম রফতানিসহ ব্যসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে, তিনি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন।
প্রতিনিধি/ এজে