images

সারাদেশ

বরগুনায় ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৫, ০৯:১৫ পিএম

যাত্রীবাহী বাসে করে ঢাকায় নেওয়ার সময় আমতলীর-ঢাকা রুটের আঞ্চলিক মহাসড়ক থেকে বাস আটক করে বিভিন্ন প্রজাতির ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। 

সোমবার (২০ মে) রাত সাড়ে ১০টার সময় মানিকঝুরি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়।

জানা গেছে, একটি অবৈধ মাছ পাচার কারীদল ধীর্ঘদিন ধরে তালতলী উপজেলা থেকে তালতলী-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসে করে মাছ পাচার করছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খানের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় ও  পুলিশের সহযোগিতায় মিজান পরিবহনের একটি বাস উপজেলার মানিকঝুরি নামক স্থানে আটক করা হয়। পরে বাসটির ভিতর এবং বাঙ্কারে তল্লাশি করে ইলিশ, লইট্যা, টাইগার চিংড়ি ও ভুলাসহ ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছ রাত সাড়ে ১০টার সময়  উপজেলা পরিষদের সামনে এনে নিলামে ৭৬ হাজার টাকায় বিক্রি করা হয়। এবং কিছু মাছ রেখে হতদরিদ্র পরিবার ও এতিদখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়। 

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  নিষিদ্ধকালীন সময়ে  সমুদ্র থেকে বিপুল পরিমাণ মাছ আহরণ করে একশ্রেণির অসাধু জেলে তালতলী থেকে ঢাকাগামী মিজান পরিবহনে অবৈধভাবে  পাচার করছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে তাদের সহযোগিতায় আমতলীর মানিকঝুড়িতে চেক পোস্ট বসিয়ে ঢাকাগামী মিজান পরিবহণ থেকে বিপুল পরিমাণ অবৈধ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। যার মধ্যে ছিল ইলিশ,সাদা চিংড়ি, লইট্টা,ভুলা ও টাইগার চিংড়ি।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, তালতলী থেকে ঢাকা রুটে চলাচলকারী মিজান পরিবহনে  অবৈধভাবে মাছ পাচারের খবর পেয়ে মানিকঝুড়ি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পড়েও মাছগুলো ৭৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। কিছু মাছ রেখে তা হতদরিদ্র পরিবার ও এতিমখানর শিশুদেও মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এভাবে অবৈধ মাছ পাচারে যাতে আমতলীর সড়ক কেউ ব্যবহার করতে না পারে সে জন্য পুলিশ প্রশাসনকে টহল বাড়ানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রতিনিধি/ এজে